কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকার চিনি শিল্পকে বাঁচাতে ৮শ’ কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। যা দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। জয়পুরহাট চিনিকলের সাধারন মিলনায়তনে শুক্রবার বিকেলে আখচাষিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মস্তোফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষনা) মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এ এস এম আবদার হোসেন, মহিলা আখচাষি ভারতী রানী পাহান, আখচাষি মীর রেজাউল করিম, আব্দুস সাত্তার, আবু তালেব চৌধুরী, কে এম লায়েক আলী, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক খোরশেদ আলম, আখচাষি ফেডারেশনের সদস্য মিজানুর রহমান মন্ডল, হারুনুর রশিদ, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ও ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপক এনায়েত হোসেন। প্রধান অতিথি এ কে এম দেলোয়ার হোসেন বলেন, আগামী ২০১৭-১৮ মাড়াই মৌসুম থেকে সম্মানজনক হারে আখের দাম বাড়ানো হবে। আখচাষিদের কথা চিন্তা করে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ওজনে কারচুপি বন্ধ, পুর্জি বিতরণের ক্ষেত্রে ই-গ্যাজেট চালু এবং মোবাইলের মাধ্যমে আখের মূল্য পরিশোধ করা।
সূত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম