কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য ও মাটির স্বাস্থ্য ভালো রাখার স্বার্থে সবজি এবং অন্যান্য ফসলের আবাদী জমিতে কীটনাশকের পরিমিত ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কীটনাশকের অ-পরিমিত এবং যথেচ্ছ ব্যবহারের ফলে সামগ্রিকভাবে মাটির স্বাস্থ্য, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি হচ্ছে। ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে হলে সেখানে ব্যাপকভাবে জীব ও জৈব পদ্ধতিতে বালাইনাশক ব্যবস্থাপনা প্রয়োগের কোন বিকল্প নেই।
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুইদিনব্যাপী অনুষ্ঠিত ‘বোটানিকাল পেস্টিসাইড এন্ড এনভায়রনমেন্টাল সাস্টেনিবিলিটি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণকারী বক্তারা এসব কথা বলেন।
এই সেমিনারের আয়োজন করেছে ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস। এতে দেশ-বিদেশের প্রায় ১৫০ জন বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। সেমিনারের ছয়টি একাডেমিক এবং প্রযুক্তিগত অধিবেশনে ১০০টির উপরে গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মিজানুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অধিবেশনের উদ্বোধন করেন। উপ- উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক সায়েন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলাম। সেমিনার আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ স্বাগত বক্তৃতা করেন।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম