কৃষি প্রতিক্ষণ কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরআগ্রাকুন্ডা গ্রাম। গড়াই নদীর তীরবর্তী ১০৪টি পরিবারের বসবাস। চরআগ্রাকুন্ডা গ্রামে কোথাও বিদ্যুৎ এর ব্যবস্থা নেই। তাই ২০১৫-২০১৬ অর্থ বছরে মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দকৃত টিআর/কাবিখা প্রকল্পের আওতায় গ্রামটিতে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়।
এই প্রকল্পের আওতায় গ্রামটিতে বসবাসকৃত ১০৪টি পরিবারের মধ্যে ৬৪টি পরিবারে স্থাপন করা হয় সৌর বিদ্যুতের প্যানেল। শনিবার দুপুর ১২টায় চরআগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়া-৪ এর সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বক্তব্যদেন সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে সোলার ভিলেজ উদ্ভোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম কুদ্দুস মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজিজুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল, শহর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোঃ তুহিন শেখ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মোঃ শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ আলিমুর রেজা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
উক্ত অনুষঠানে বক্তব্যদানকালে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে চরআগ্রাকুন্ডা গ্রামটিকে সোলার ভিলেজ হিসাবে ঘোষণা করেন। এ ছাড়াও চলতি অর্থ বছরের মধ্যেই এই গ্রামের বিদ্যুৎ বিহীন অবশিষ্ট পরিবারগুলোতেও সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের আশ^াস প্রদান করা হয়।
কৃপ্র/ এম ইসলাম