কৃষি প্রতিক্ষণ কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার কুমারখালীতে প্রানোদনার আওতায় সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে। ২৪/৯/২০১৬খ্রি: শনিবার দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া-৪ এর সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সা¤্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরিষা ও রাসায়নিক সার তুলে দেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম আহমেদ, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, সদকী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃপ্র/এম ইসলাম