কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রাম এলাকায় যমুনা নদী তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস নেমেছে। প্রবল বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ও ঘূর্ণাবর্তের কারণে বাঁধটির অন্তত ২শ’ মিটার অংশ গত দু’দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশল বিভাগের সূত্রে বলা হয়েছে, আকস্মিকভাবে গত শনিবার রাত থেকেই বাঁধের নিরাপদ জোনে ভাঙন শুরু হয়। এতে প্রায় ৫০ মিটার অংশ ধসে গেছে।
এদিকে ওই এলাকায় নদী তীর রক্ষা বাঁধ ভাঙনের নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার গভীর রাত থেকে এ ভাঙন শুরু হয়ে রোববার রাত পর্যন্ত অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেননি।
তবে ওই এলাকার দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী সোমবার ভাঙনের দৃশ্য দেখার পর পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মর্কতাকে অবহিত করেছেন। স্থানীয়রা জানান, শনিবার রাত থেকেই ভাঙন শুরু হয়। ভাঙনে ফসলি জমি, বাঁশঝাড় ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, সদর ও কাজিপুর উপজেলার যমুনার ডান তীরে সাড়ে ৯শ’ কোটি টাকা ব্যয়ে নতুন করে সংরক্ষণ প্রকল্প খুব শিগগিরই হাতে নেয়া হচ্ছে। প্রকল্পটি আপাতত পরিকল্পনা দপ্তরে রয়েছে। এটি একনেকে পাশ হবার পর দ্রুত বাস্তবায়িত হলে সদর থেকে কাজিপুর উপজেলার ৩৪ কি.মি. অংশে ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সুত্রঃ যুগান্তর অনলাইন/ কৃপ্র/এম ইসলাম