কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সময় বাড়িয়েও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে খাদ্য অধিদফতর। ৬ লাখ টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র ৩ লাখ ৭৪ হাজার টন চাল সংগ্রহ করা হয়েছে। শতাংশের হিসেবে যা মাত্র ৫২ দশমিক ৬৬ শতাংশ। আগামী ৩০ সেপ্টম্বর ধান-চাল সংগ্রহের সময়সীমা শেষ হচ্ছে। হাতে আছে আর মাত্র দুই দিন। এর আগে ৩১ আগস্ট ধান-চাল সংগ্রহের সময় শেষ হলেও তা এক মাস বাড়িয়ে ৩০ সেপ্টম্বর করা হয়েছে। সংগ্রহ অভিযান শুরু হয়েছে ৫ মে।
খাদ্য অধিদফতর সূত্র জানিয়েছে, বাজারে চালের দাম বেড়েছে। ৩৫ টাকা কেজির নীচে মোটা চাল নেই বললেই চলে। সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র হিসেবেও বুধবার বাজারে মানভেদে মোটা চাল বিক্রি হয়েছে ৩৬ থেকে ৩৮ টাকা কেজিতে। যা এক মাসের ব্যবধানে ৭ দশমিক ২৫ শতাংশ বেশী। আর বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণেও চালের দাম বেড়েছে। আর দাম বাড়ায় মিলাররা সরকারের গুদামে চাল সরবরাহে আগ্রহ দেখাচ্ছে না। এজন্যই নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে সূত্র জানিয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে চাল সংগ্রহ না হওয়া প্রসঙ্গে খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( সংগ্রহ) শেখ রোকা মিয়া ইত্তেফাককে বলেন, ধান সংগ্রহ নিয়ে নানা অনিয়মের অভিযোগ থাকলেও প্রায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করা হয়েছে। তবে চাল সংগ্রহ করা সম্ভব হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল সংগ্রহে সময় বাড়ানোর জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি, বাড়ানো সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করা সম্ভব হবে।
সুত্রঃ ইত্তেফাক অনলাইন/ কৃপ্র/ এম ইসলাম