কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ জাতীয় কৃষি কনভেনশন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । বাংলাদেশের কৃষি উন্নয়ন, সম্প্রসারণ, সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরতে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় কৃষি কভেনশন ও আন্তর্জাতিক এ কৃষি কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সকাল ১১.৩০ মিনিটে কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এই আয়োজন দেশ-বিদেশের স্বনামধন্য কৃষিবিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আবদুর রাজ্জাক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডলসহ দেশি-বিদেশি বিভিন্ন কৃষিবিষয়ক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃপ্র/ এম ইসলাম