কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে।
গত একমাস ধরে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন। চারা বিতরণের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের সরকারি পতিত জমিতে সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। সবুজ ত্রিশাল কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলার ২শ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দেয়া হবে।
কৃপ্র/ এম ইসলাম