কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।
শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০১০ সালে আমরা বিশ্বে উন্নয়ন তালিকায় ৬৮ নম্বরে ছিলাম। ২০১৬ সালে আমরা ৩২ নম্বরে উঠে এসেছি। এখন আমাদের দেশে হত-দরিদ্রের পরিমাণ মাত্র ১২ শতাংশ। দারিদ্রমুক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়।
কৃপ্র/ এম ইসলাম