কৃষি প্রতিক্ষণ ডেস্ক : পাট দিয়ে পণ্য তৈরি করে স্বাবলম্বী মেহেরপুরের নারীরা। সংসারের কাজের ফাঁকে পাট দিয়ে মাদুর তৈরি করে বাড়তি আয় করছে তারা। দেশে তৈরি এই মাদুর রপ্তানি হচ্ছে ইতালি ও জামার্নির বাজারে। দেশে এই মাদুরের বাজার সম্প্রসারণ করা গেলে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
মাদুর বানিয়ে এখন স্বাবলম্বী মেহেরপুরের মুজিবনগর উপজেলার নারীরা। এদের কেউ বিধবা অথবা কারো সংসারে নেই উপার্জনক্ষম ব্যাক্তি। সংসারের কাজ শেষে অবসরে পাট দিয়ে মাদুর তৈরি করে বাড়তি আয় করছে তারা। মাদুর বানিয়ে স্বচ্ছলতা ফিরে এসেছে অনেক পরিবারের। প্রতিটি মাদুর বিক্রি হয় সাড়ে সাত হাজার টাকায়। আর হাতে তৈরি এসব মাদুর চলে যায় ইতালি ও জামার্নির বাজারে। পাট দিয়ে মাদুর তৈরি করে গ্রামবাসীদের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে, সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় মিশনারী কর্তৃপক্ষ। চাহিদা ভাল থাকলে মাদুর বাজারজাতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
মাদুর তৈরিতে সরকারি সহযোগিতা এবং সঠিকভাবে বাজারজাত করা হলে এই এলাকার কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম