কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রোগ ও পোকার উপস্থিতি নির্ণয়ের উত্তম প্রক্রিয়া হলো অতন্দ্র জরিপ। জরিপের মাধ্যমে কৃষককে আগাম সতর্ক করার মাধ্যমে রোগের প্রদুর্ভাব ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা সম্ভব হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলার কৃষকরা কিভাবে অতন্দ্র জরিপের মাধ্যমে ফসলের রোগ-বালাই হতে রক্ষা পেতে পারে তা হাতে-কলমে দেখিয়ে দেয়া হয়।
মঙ্গলবার উপজেলার বলিদাপাড়া ব্লকে অতন্দ্র জরিপ কার্যক্রম পরিদর্শণ করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বিভাষ চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এ ব্লকে জরিপে রোগ ও ক্ষতিকর পোকার উপস্থিতি পাওয়া না গেলেও মাকড়সা, ডেমসেল ফ্লাই নামক বন্ধু পোকার উপস্থিতি ছিল পর্যাপ্ত। অন্যদিকে অতিথিরা এদিন একই ব্লকে স্থাপিত মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের খামারজাত সার উৎপাদন প্রদর্শণী পরিদর্শন করেন।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম