কৃষি প্রতিক্ষন ডেস্ক : ময়মনসিংহ জেলার ভালুকায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট । যেখানে প্রতি বছরেই আশ্বিন-কার্তিক মাসে ঢল পড়তো দেশি মাছের।এখন এই মাছ হয়েছে দুর্লভ । হাট-বাজারেও মাছের ডালায় আছে পাঙ্গাস আর চাষের তেলাপিয়া,কৈ,গ্রাসকাপ,সিলভারকাপ ইত্যাদি খামারি মাছ । আগে এই উপজেলার পুকুর, দীঘি, খাল-বিল আর নদীগুলোতে ছিল দেশি মাছের প্রচুর সমারহ। আশ্বিন-কার্তিক মাসে হাট-বাজারে, বাড়ি-ঘরে শুধু মাছেরই গন্ধ ।
এখন আশ্বিনের শেষেও উপজেলার সবচেয়ে বড় বড় মাছের বাজারগুলো কার্যত দেশি মাছ শূন্য হয়ে আছে । সামান্য পরিমাণ মাছ উঠলেও তা মুহূর্তেই চড়া দামে আবার বিক্রি হয়ে যায় । সাধারণ মানুষের অনেকেই তা চোখেও দেখার সুযোগ পায় না । দেশি মাছের এই মহা আকালের কারণ প্রসঙ্গে প্রবীণ মত্স্য ব্যবসায়ীর একজন জানান, খাল-বিলে, নদী-নালায় বছরের অধিকাংশ সময়ই পানি থাকে না। এমন কি , ক্ষেত-খামারেও নির্বিচারে কীটনাশক প্রয়োগ, পোনা মাছ নিধন, সেচের মাধ্যমে পুকুরের মাছ মারা আর কারেন্ট জালের অবাধ ব্যবহারই দেশি মাছের আকালের প্রধান কারণ বলে মনে করেন স্হানীয় লোকজন ও মৎস্য ব্যবসাহীরা ।
কৃ/প্র/ জ ই মাসুদ/ এম ইসলাম