কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বারবারি (Berbera) ছাগল এর আদি জন্মস্থান পূর্ব আফ্রিকার সোমালিয়ায়। বারবারি ছাগল দেখতে অনেকটা হরীণের মত। বারবারি ছাগল ভারতের উত্তর প্রদেশ,পাঞ্জাব প্রদেশ, পশ্চিম ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাজ্যে পাওয়া যায়। বারবারি ছাগল আমাদের দেশীয় ছাগলের মতই ঘাস, গাছের পাতা, লতা খেতে পছন্দ করে।
বারবারি ছাগল বছরে ৪ থেকে ৬ টা বাচ্চা দেয় । মাংস উৎপাদনের জন্য বারবারি ছাগল পালন খুবই লাভজনক। এর মাংস খুবই সুস্বাদু ও পুষ্টিকর। বারবারি ছাগলের পুরুষ গুলো ১ বছর বযষে ৩০ থেকে ৩৮ কেজি ওজন হয়ে থাকে। আর বারবারি ছাগীর ১ বছরে ১৮ থেকে ২২ কেজি ওজন হয়ে থাকে। এই ছাগল গুলো আমাদের দেশের ছাগলের মত দ্রুত বাচ্চা দিতে পারে এবং ২/৩ টা বাচ্চা এক সাথে দিতে পারে। ১৪ থেকে ১৫ মাসে ২ বার বাচ্চা দেয়। বাণিজ্যিক ভাবে বারবারি ছাগল পালন খুবই লাভজনক। বাংলাদেশে এখনও এর বাণিজ্যিক চাষে শুরু হয়নি বলে জানা গেছে।
সুত্রঃ www.expert-market.com / www.goatfarming.in/ কৃপ্র/ এম ইসলাম