কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নরসিংদী, জেলায় অধিক পুষ্টি ও সুগন্ধি অমৃতসাগর কলা চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার সুলতানপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) সহযোগিতায় ‘পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় উপজেলা কৃষি কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ডিএই নরসিংদীর উপ-পরিচালক লতাফাত হোসেনের সভাপতিত্বে ঢাকার খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুল আজিজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ডিএই’র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহিথ কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনেওয়াজ ও কৃষক নজরুল হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বেশি করে অমৃতসাগর কলার চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করেন। তিনি বলেন, দেশে ও বিদেশে এই জাতের কলার চাহিদা রয়েছে। অতিরিক্ত পরিচালক জানান, পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় অমৃতসাগর কলা চাষকে জনপ্রিয় করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
কৃপ্র/ এম ইসলাম