কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বরগুনা জেলার পাথরঘাটায় সাগরে মৎস্য আইন অমান্য করে মাছ ধরায় ২০ জেলেকে কারাদণ্ড প্রদান করেছে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলেদের ব্যবহৃত ৩ লাখ মিটার জাল পেড়ানো ও ২টি মাছ ধরার ইঞ্জিন বোট নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যোন্ট মো. হাসানুর রহমান জানান, অবৈধভাবে সাগর মোহনায় ইলিশ মাছ ধরার সময় ২টি মাঠ ধরার ট্রলার (ইজ্ঞিন বোট), তিন লাখ মিটার মাছ ধরার জাল ও ২০ জন জেলেকে আটক করে পাথরঘাটা নিয়ে আসে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, মৎস্য আইন অমান্য করে সাগরে মাছ ধরায় আটক ১৬ জেলেকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর ৩ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মো. স্বপনের ছেলে মো. সরোয়ার (১৩) নামে অপ্রাপ্ত বয়স্ক একজনকে ছেড়ে দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন- মো. রাসেল, মো. দুলাল হোসেন, মো. কামাল হোসেন, মো. মামুন, মো. হাসান, পান্না মিয়া, জসিম, সাইফুল, আ. কাশেম, আবু তালেব, আয়নাল ঘরামি, মো. স্বপন, মো. বেলাল, মোস্তফা কামাল, শাহ জালাল, মো. সালাম। আটক তিন লাখ মিটার ইলিশ ধরার জাল পুরিয়ে ফেলা ও ট্রলার ২টি নিলামে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার মো. হাসানুর রহমান জানিয়েছেন।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম