কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের সুন্নত আলীর স্ত্রী আহিতন (৪৫), জহুরুল হক (৫০) ও আয়তুল্লাহ মুন্সির পুত্র আব্দুল হাই (৫৫)।
গ্রামবাসীরা জানায়, প্রতিদিনের ন্যায় অর্ধশতাধিক বন্যহাতি পানবর গ্রামে তাণ্ডবলীলা চালায়। বন্যহাতির দল প্রায় ১০একর জমির আমন ধান খেয়ে ও পায়ে পিষে, দুমড়ে-মুচড়ে একাকার করে ফেলে। এ সময় হাতিটি ৫টি ঘর গুড়িয়ে দেয়।
গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যহাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে হাতি আতঙ্ক। গ্রামবাসীদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে। সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুত্রঃ ইত্তেফাক /কৃপ্র/ এম ইসলাম