কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আজ রোববার, ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এবারের বিশ্বখাদ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য এবং কৃষিও বদলাবে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিশ্ব খাদ্য দিবস-২০১৬ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র্যালি বের করা হবে। বেলা ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে খাদ্য মেলা উদ্বোধন করা হবে। কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি, বিশ্বখাদ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি মাইক রবসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিস্নউইএফ)।১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় হাঙ্গেরির বিজ্ঞানী ড. প্যল রোমানি বিশ্বব্যাপী খাদ্য দিবস পালনের প্রস্তাব করেন। তারপর ১৯৮১ সাল থেকে প্রতি বছর খাদ্য ও কৃষি সংস্থার জন্মদিন ১৬ অক্টোবর (১৯৪৫) পালিত হচ্ছে ‘বিশ্ব খাদ্য দিবস’।
কৃপ্র/ এম ইসলাম