কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি বছর সরকার ১৫দিন থেকে বাড়িয়ে ২২দিন সাগরে মাছধরা নিষেধ করে নির্দেশনা দিয়েছে। এতে জেলার বোট মালিক, জেলে ও ভোক্তা সকলে সরকারকে সাধুবাদ জানিয়েছে। কক্সবাজার জেলেপল্লীতে গিয়ে দেখা গেছে, সাগরে মাছ ধরতে না গেলেও জেলেরা বসে নেই। জাল বুনা থেকে শুরু করে বোট মেরামতসহ নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করছে। জেলার সাড়ে দশ হাজার জেলে পরিবারের জন্য সরকার বরাদ্দ দিয়েছে ২১০ টন চাল।
জেলেরা খুশি মনে সাংবাদিকদের বলেন, ‘অ-ভাই বহই থাইলেও আঁরার চিন্তা নাই। আঁরা পুন্নি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঁরার খবর লইয়ে।’ অর্থাৎ সাগরে না গিয়ে ঘরে বসে থাকলেও আমাদের কোন চিন্তা নেই। ইতোপূর্বে আমরা শুনেছি, প্রধানমন্ত্রী জেলেদের খবর রেখেছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে কক্সবাজার জেলার সাড়ে দশ হাজার জেলে পরিবারের জন্য ২১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলে পরিবারের অনুকূলে বিশেষ ভিজিএফ খাদ্যশস্য সহায়তা হিসেবে সরকার এ বরাদ্দ অনুমোদন করে। এরই প্রেক্ষিতে জেলার সাড়ে দশ হাজার জেলে পরিবার ২০ কেজি হারে চাল পাচ্ছে।
কৃপ্র/ এম ইসলাম