কৃষি প্রতিক্ষণ কুষ্টিয়াঃ গতকাল বুধবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি ব্লকের আলোক ফাঁদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন আহমেদ সহ এলাকার প্রগতিশীল কৃষকবৃন্দ।
আলোক ফাঁদের প্রাপ্ত তথ্য হতে দেখা যায়, ফাঁদে আসা পোকার বেশীরভাগই নিরপেক্ষ পোকা, উপকারী পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই, ক্যারাবিড বিটল এর উপস্থিতির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতিকর পোকা যেমন সবুজ পাতা ফড়িং, দু-একটি পাতা মোড়ানো,মাজরা ও ১টি বিপিএইচ এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উপস্থিত কৃষকদের ক্ষতিকর পোকার আবাস, বংশ বিস্তার, উপস্থিতির লক্ষণ, ক্ষতির ধরন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং ধান ঘরে না উঠা পর্যন্ত সতর্ক থাকবার পরামর্শ দেয়া হয়। কৃষকদের প্রত্যয়ী আশ্বাস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টায় আমনে এবার ও বাম্পার ফলনের প্রত্যাশা করছেন সবাই।
কৃপ্র/ এম ইসলাম