কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় মালটার চাষ দিন দিন বৃদ্ধি পাবার পাশাপাশি জনপ্রিয়তাও বাড়ছে। কেউ শখের বশে, আবার কেউ বাণিজ্যিকভাবে মালটা চাষ করছেন।
মিরপুর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, মিরপুর উপজেলার প্রথম মালটা চাষী হলেন, উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলীয়া গ্রামের আবুল হাসেম। আবুল হাশেম ২০১৪ সালে উপজেলা কৃষি অফিসের উৎসাহে মালটা চাষ শুরু করেন। তার দেখানো পথ ধরেন ধুবাইল ইউনিয়নের সিংপুর গ্রামের আমিনুল ইসলাম।
এদের দেখাদেখি কৃষ্ণপুর গ্রামের জেসমিন আক্তারসহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় মালটার চাষ শুরু হয়েছে। আগ্রহী মালটা চাষীদের জন্য বর্তমানে উপজেলা কৃষি অফিস থেকে চারা সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় মিরপুর উপজেলাতে মালটার চাষ শুরু করা হয়।
তিনি আরো জানান, বর্তমানে বেশ কিছু এলাকায় মালটা চাষ করা হয়েছে। সেই সঙ্গে দিন দিন মালটা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তাছাড়া এ অঞ্চলের মাটি মালটা চাষের জন্য বেশ উপযোগী।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম