কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফরিদপুর জেলার কৃষকেরা চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই) লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি মৌসুমে ৩৯,০২২ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। ডিএই ৩৩,৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরমধ্যে ২৬,৫০০ হেক্টর জমিতে উচ্চফলনশীল রোপা আমন ও ৭,০০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান।
আবহাওয়া, সার ও অন্যান্য কৃষি উপকরণের সহজপ্রাপ্যতা কৃষকদের লক্ষ্যমাত্রা পূরণে অনুপ্রাণিত করছে। ডিএই সুত্র জানায়, ফসল কাটার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে চাষকৃত আমন ধান থেকে ১,০৩,১২৩ টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ডিএই প্রতি হেক্টর জমি থেকে উচ্চফলনশীল আমন ২.৮০ টন ও স্থানীয় জাতের ১.৫০ টন উৎপাদন হবে বলে আশা করছে।
ডিএই সুত্র জানায়, এবছর বন্যায় কমপক্ষে ২০ শতাংশ শস্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরও শস্য ক্ষেতের অবস্থা সন্তোষজনক। দুই সপ্তাহের মধ্যে জেলার সর্বত্র ধান কাটা শুরু হবে। এদিকে কৃষকেরা স্থানীয় বাজার থেকে ধান কাটার কাস্তে ও অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহ করতে ব্যস্ত।
কৃপ্র/ এম ইসলাম