কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার কাজীপুরে যমুনা নদীর পানি অনেক কমলেও ভাঙনে গত ২ সপ্তাহে উপজেলার ১১টি গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর এবং চারশ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে মুসলিমপাড়া, মাছুয়াকান্দি, খুদবান্দি, বুরুঙ্গি, সিংড়াবাড়ি, শুভগাছা এলাকা ভাঙনের কবলে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দা স্থানীয় বিয়াড়া স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ইতিপূর্বে স্পার দেওয়ার কারণে উল্লিখিত গ্রামগুলোর শত শত একর জমি ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু গত কয়েক দিনের ভাঙনে এলাকার অনেক ক্ষতি হয়েছে। নদীর অব্যাহত ভাঙনে তীরবর্তী এলাকায় বসবাসকারী কয়েক শ পরিবার এখন আতঙ্কগ্রস্ত।
গতকাল মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, মেঘাই ১ নং স্পার থেকে ভাটির দিকে ১ কি.মি. এলাকার যমুনার ডানতীর সংরক্ষণ কাজের শেষ অংশের কাজের প্রায় ৫শ মিটার ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নাননু মাস্টার জানান, ১ ভাঙন ঠেকাতে ২ নং স্পারের নিকট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একজন ঠিকাদারকে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কাজ করেনি। এই জনপদের মানুষজন তাদের বসতবাড়ি আবাদি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম