কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষি বিশেষজ্ঞরা ইঁদুর নিধনে কৃষকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন। তারা ফসলের উৎপাদন বাড়াতে ইঁদুরের হাত থেকে ফসলের ক্ষতির মাত্রা সহনীয় রাখতে এ আহবান জানান।
রংপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান-২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর কৃষি অঞ্চলে সফল ইঁদুর নিধনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর জেলা ও সদর উপজেলা অফিস যৌথভাবে নগরীর ডিএই এর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডিএই’র রংপুর আঞ্চলিক অতিরিক্ত পরিচালক শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও রংপুর কৃষি অঞ্চলের অধীন পাঁচ জেলার কৃষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।
পরে মেয়র ঝন্টু গত বছরের সর্বোচ্চ ইঁদুর নিধনকারী মিঠাপুকুর উপজেলার কৃষক আলম মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার ও কৃষি কর্মকর্তা খোরশেদ আলমের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম