কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দূর্গম চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে চরকাটারী ইউনিয়নের চরকাটারী স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা কল্যাণ কেন্দ্র, চরকাটারী বাজারসহ প্রায় দেড় শতাধকি বাড়ি-ঘর ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে গত দুই দিন ধরে পানি কমতে শুরু করায় ভাঙনের পরিমাণও কমে এসেছে।
শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে- যমুনার ভাঙনে দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্র, চরকাটারী বাজার, কাঁঠালতলি, বাগপাড়া, মণ্ডলপাড়া, চরগোবিন্দপুর, লালপুর, কামার পাড়াসহ ৬-৭ টি গ্রামের প্রায় দেড় শতাধিক বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়েছে।
চরকাটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক জানান, যমুনা নদীতে নতুন করে পানি বৃদ্ধির ফলে ভাঙনে শত শত বাড়ি-ঘর নদী গর্ভে চলে গেছে । এখন চরকাটারী বাজার, চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় হুমকি মুখে।
এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম জানান, চরকাটারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটি যে কোন সময় নদী গর্ভে বিলীন হতে পারে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম