কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলা ঘেঁষা যমুনা নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। শনিবার ভোর পাঁচটার দিকে যমুনা নদীর বানিয়াজান ঘাট এলাকা থেকে মাছটি শিকার করা হয়।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগে স্থানীয় জেলে সাধু চরণ হালদার পাঁচ সহকর্মীকে সঙ্গে নিয়ে যমুন নদী থেকে মাছটি শিকার করেন। সকাল আটটার দিকে মাছটি ধুনট শহরের পৌর বাজারে বিক্রির জন্য আনা হয়। মাছটি এক নজর দেখার জন্য মৎস্য ব্যবসায়ীর আড়তে ভিড় করেন নানা বয়সের মানুষ। কেউ মাছটি দেখার উদ্দেশ্যে আসেন। কেউ মাছটি কেনার জন্য দাম জিজ্ঞাস করেন। ৩০ কেজি ওজনের বাঘাইড়টির দাম হাঁকা হয়েছে ২৮ হাজার টাকা। কিন্ত ক্রেতারা দাম বলছেন ৭০০ টাকা কেজি হিসেবে ২১ হাজার টাকা।
ধুনট পৌর সভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম