কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ দক্ষিণাঞ্চলের কৃষকদের সরাসরি অংশগ্রহণে রাজধানী ঢাকাতে কৃষিপণ্যের বাজার বসছে ১৮ নভেম্বর থেকে। এখানে খেতের তাজা সবজি সরাসরি বিক্রি করবেন কৃষকেরা। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে আট দিনব্যাপী এই মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।‘সাপ্তাহিক কৃষক বাজার’ নামে রাজধানীর চার স্থানে এই মেলার আয়োজন করেছে দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ আইআইসিই।
ঢাকা শহরের প্রধান চারটি এলাকায় শুক্র থেকে শনিবার পর্যন্ত ১০ হাজার মানুষের কাছে তাজা সবজি পৌঁছে দেওয়া হবে। ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির মাঠে, ২৫ ও ২৬ নভেম্বর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে, ২ ও ৩ ডিসেম্বর বনানী খেলার মাঠে এবং ৯ ও ১০ ডিসেম্বর উত্তরার ফ্রেঞ্চ ক্লাবের মাঠে এই মেলা চলবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মেলার এ আয়োজনের কথা জানানো হয়। ফ্রেশ মার্টের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ আইআইসিই এই মেলার আয়োজন করেছে। দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তা করতেই এই আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাকসবজি শহরের গ্রাহকদের কাছে পরিচয় করে দেওয়া। এভিসি-এর ডেপুটি টিম লিডার সোয়েব ইফতেখার সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাক-সবজি শহরের গ্রাহকদের সামনে নিয়ে আসা এ মেলার অন্যতম লক্ষ্য।
“শহরের বাজারে ভালো শাক-সবজির অভাব রয়েছে। অধিকাংশ সবজিই প্রথমে তাজা থাকে, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাজা রাখার ওষুধ ঘন ঘন যোগ করা হয়। ক্রেতারা না জেনেই সেই বিষাক্ত সবজি ও ফল নিয়মিত কিনছেন। কৃষকরাও মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন।”অন্যদের মধ্যে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
কৃপ্র/ এম ইসলাম