কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বলেন, দেশ-বিদেশে চায়ের ক্রমবর্ধনান চাহিদা বাড়ছে। চা চাষে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কৃষকদের স্বনির্ভর করতে চা চাষ নতুন আশার সঞ্চার করেছে তাই কৃষকদের প্রশিক্ষিত করা উচিত। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব-বিছোদই গ্রামে ‘সোমা টি এস্টেট’এ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত চা চাষীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
সোমা টি এস্টেট-এর প্রসেসিং ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার বিটিবি’র প্রকল্প পরিচালক আরিফ খান। এই এলাকায় অর্থকরী ফসলের বিদ্যমান সম্ভাবনা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন চা চাষী আশরাফুল ইসলাম, আহাদ আলী ও আমিনুর রহমান।
চা চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার দিক উল্লেখ করে বিটিবি’র চেয়ারম্যান স্থানীয় কৃষকদের অর্থকরী ফসল চাষের উপযুক্ত লালমনিরহাট জেলার জমিতে চা চাষ সম্প্রসারণের আহ্বান জানান। ‘চা চাষে লালমনিরহাট জেলার স্থানীয় কৃষকদের ভাগ্য পরিবর্তন ত্বরান্বিত করবে।’ তিনি উপ-হিমালয় অঞ্চলে চা বাগান বৃদ্ধি ও লাভজনক অর্থকরী ফসল চাষ জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম