কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লীতে ভয়াবহ বায়ুদূষণের কারণে সেখানকার সব স্কুল আগামী তিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীটি বর্তমানে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ বায়ু দূষণ মোকাবেলা করছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এ সমস্যা মোকাবেলায় জরুরী সব ব্যবস্থা নেয়া প্রয়োজন। তিনি বলেন, নগরীতে সব ধরণের নির্মাণ ও ভাঙা-ভাঙির কাজ আগামী পাঁচ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। দিল্লীতে আগামী তিন দিন সব স্কুল বন্ধ থাকবে।
সুত্রঃ ndtv.com / কৃপ্র/ এম ইসলাম