কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পটুয়াখালী জেলার বাউফলে বিগত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ধানে শীষ আসার পূর্ব মূহুর্তে এ ধরণের দুর্যোগ আমন ফলনের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছন উপজেলা কৃষি অধিদপ্তর। দুর্যোগের ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন।
উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ ও দাসপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একটানা বৃষ্টির কারণে হেক্টরের পর হেক্টর জমির আমন ধান গাছ ভেঙ্গে পড়েছে। চর কালাইয়া এলাকার বর্গা চাষী বাদল প্যাদা জানিয়েছেন, তার প্রায় ৩ একর জমির অধিকাংশ ধান টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে পরা ধান গাছে ধানের পরিবর্তে চিটা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
তিনি বলেন, মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে জমি বর্গা রেখে ধান চাষ করেছি। দুর্যোগের কারণে এখন ক্ষতির মুখে পড়তে হলো। এক সময়ে আলু চাষী শংকর হাওলাদার জানান, বিগত বছরে আলু চাষে লোকাসান গুণে এ বছর সবজি চাষ শুরু করেছিলাম। কিন্তু সে আশায়ও গুড়েবালি। কৃষকরা আরো জানিয়েছেন ভাড়ি বর্ষণের ফলে শতকরা ষাট ভাগ ধান নষ্ট হওয়ার আশংকা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সরোয়ার জামান জানান, এখন আমান ধানে শীষ আসতেছে, ভাড়ি বৃষ্টিপাতের কারণে অধিকতর নিচু জমির আমান ধান ভেঙ্গে পরেছে এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
সুত্রঃ bhorerkagoj.net/ কৃপ্র/ এম ইসলাম