কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁ জেলায় বাড়ছে সরিষার চাষ। কিছুদিন আগেও এ জেলার কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সরিষা’র ভালো মুল্য পাওয়ায় এবং কৃষি বিভাগের উৎসাহে পুনরায় তাঁরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। নওগাঁ জেলার অবারিত মাঠ জুড়ে এখন সরিষার হুলুদ ফুলের সমারোহ। যে দিকে চোখ যাবে কেবল হলুদ আর হলুদ। এ যেন দিগন্তজোড়া হলুদের মেলা।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৩৩ হাজার ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। ২০১৫ সালে এ জেলায় সরিষা চাষ হয়েছিল ৩২ হাজার হেক্টর এবং ২০১৪ সালে সরিষা চাষ হয়েছিল ৩০ হাজার হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে এ বছর জেলায় বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫ এবং টরি-৭ জাতের সরিষা বেশি চাষ হয়েছে।
উপজেলা ভিত্তিক সরিষা চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ২শ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ৫শ হেক্টর, বদলগাছি উপজেলায় ৯শ ২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ১শ ৬০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৩ হাজার ৮শ ৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৮শ ২৫ হেক্টর, সাপাহার উপজেলায় ২ হাজার ৮শ হেক্টর, পোরশা উপজেলায় ৩ হাজার ২শ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৭শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২ হাজার ৯শ ৩০ হেক্টর।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী হেক্টর প্রতি ১ দশমিক ৩৮ দেট্রিক টন হিসেবে এ বছর জেলায় মোট সরিষা চাষ হবে ৪৫ হাজার ৫শ ৯৫ মেট্রিক টন।
সুত্র; বাসস / কৃপ্র/ এম ইসলাম