কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ খাগড়াছড়িতে ক্ষতিকর তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন চাষিরা। ফলে ক্রমেই বাড়ছে সবুজ শাক-সবজির উৎপাদন।খাগড়াছড়ি জেলা কৃষি বিভাগ জানায়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শাক-সবজি চাষের উপকরণ সরবরাহ করায় তামাক উৎপাদন থেকে চাষিরা ধীরে ধীরে বিমুখ হচ্ছেন। ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে ২শ’ হেক্টর জমিতে তামাক চাষ কম হয়েছে।
এদিকে, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখে ক্রমান্বয়ে তামাক চাষ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী জেলা প্রশাসক। আর সরকার থেকে নিয়মিত সহায়তা পেলে তামাকের পরিবর্তে সবজি চাষ অব্যাহত রাখার কথা জানিয়েছেন চাষিরা। পাশাপাশি সবজির ভালো ফলন হওয়ায় দারুণ খুশিও তারা।
সুত্রঃ কৃপ্র/ এম ইসলাম