কৃষি প্রতিক্ষণ ডেস্ক : বাজেট ঘোষণার পর খুব বেশি প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। বাজেটে যেসব ভোগ্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে তা এখনও বিক্রি হচ্ছে আগের দামেই। রোজাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। বেড়েছে খাসীর মাংস, ছোলা, খেসারি, মসুর ডাল, চিনি, ভোজ্যতেলের দাম। স্থিতিশীল রয়েছে গরু-মুরগীর মাংস ও মাছের দাম।এই সপ্তাহের পরই রোজা।
তাই রোজা সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়া যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাজার ব্যবস্থায়। এর সবচেয়ে ভুক্তভোগী হতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। আর বাজেট পেশের পর বাড়তি ব্যয় মেটানোর দুশ্চিন্তা একটু বেশিই তাদের। কম সরবরাহ থাকার অজুহাত থাকলেও শাক-সবজির দাম অপরিবর্তীত রয়েছে। বাজেটে মাছ, মুরগী এবং ডিমের দাম কম থাকার কথা বলা হলেও অনেকটাই বেড়েছে মাছের দাম। চাহিদা বাড়ায় সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে আদা-রসুনের দাম। এ অবস্থায় রোজায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ চান ভোক্তারা।
তবে বিক্রেতাদের দাবি, পণ্যের দাম নির্ভর করে অনেকটাই পাইকারি বাজারের ওপর। এসব জায়গায় সরকারের বেশি করে তদারকি দরকার বলে অভিমত তাদের। সব ধরনের চালের দাম অপরিবর্তীত থাকলেও বেড়েছে মাংসের দাম। তবে রোজায় সিটি করপোরেশনের নির্ধারিত দামেই বিক্রি করা হবে মাংস জানিয়েছেন বিক্রেতারা। খাসীর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর ডিমের দাম হালিতে কমেছে ৫ টাকা।
কৃপ্র/এম ইসলাম