কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীর চাষিরা লাউ চাষে আগ্রহী হয়ে উঠছেন । খরচ কম ও দাম ভাল পাওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে এখন লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে। মাছের খামারের পাশে ,পতিত জমিতে লাউ চাষ করে পেরে খুব খুশি লাউ চাষিরা। কিটনাশকমুক্ত এই সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের লাউ চাষী আইয়ুব আলী জানান, শীতকালিন সবজি হলেও সারা বছর লাউ ধরে তার বাগানে। পোকামাকড় মুক্ত থাকায় কিটনাশক লাগে না লাউ চাষে। অধিক ফলন ও বাজার মুল্য বেশী পাওয়ায় লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে মৎস ঘেরের পাশের পতিত জমিতে। অনেকে পুকুর ধার বা বাড়ির চালে সহজে এই লাউ চাষ করছে। প্রতিটি লাউ ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করতে পেরে তিনি খুব খুশি। এক বিঘা জমিতে তার লাউ চাষ করতে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এর থেকে তিনি লাউ বিক্রি করবেন এক লাখের অধিক টাকা।
পলাশবাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ কুমার জানান, পলাশবাড়ীতে চলতি মৌসুমে ৫০ হেক্টর মাছের খামারের পতিত জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে লাউ চাষ করা হয়েছে প্রায় ৩৫ হেক্টর জমিতে। আগমীতে এই লাউ চাষ আরও প্রসারিত হবে। এই জেলার চাহিদা মিটিয়ে রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হচ্ছে ।
কৃপ্র/ এম ইসলাম