এস এম মুকুল: সারি সারি দালানের ছাদ, বারান্দা-ব্যালকনিতে গড়ে তুলতে হবে সবুজ বাগান। যে কেউ ইচ্ছা করলেই সবজির চাষ করতে পারেন নিজের মতো করে যার যতটুকু জায়গা ব্যবহার করার মতো আছে। ফুলের টব, অকেজো বালতি, অকেজো ড্রামে করতে পারেন মৌসুমি শাক-সবজি চাষ, খেতে পারেন বারো মাস। আশার খবর হলো, ছাদ কৃষিসহ শহরের বাসাবাড়িতে ফুলের গাছ ও অন্যান্য গাছগাছালি লাগানোর প্রবণতা বেড়েছে। এখন অনেক বাসাবাড়ির ছাদ, বারান্দা ও ব্যালকনিতে দেখা যায় সবুজ গাছ আর রঙিন ফুল, ফল ও সবজির নান্দনিক শোভা।
শহরের মানুষের এই প্রকৃতির সানি্নধ্য পাওয়ার চেষ্টাকে উপজীব্য করে গড়ে উঠেছে অনেক অনেক নার্সারি। রাসায়নিক ব্যবহার না করেই বেগুন, টমেটো, বরবটি, ক্যাপসিকাম, ঝিঙা, ধুন্দল. ঢেঁড়স, পুঁইশাক, পাটশাক, চিচিঙ্গা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসা, শিম, লেটুসপাতা, পুদিনাপাতা, কলমিশাক, লাউ, করলা, মরিচ, মিষ্টিকুমড়াসহ নানা জাতের সবজি চাষ হচ্ছে ছাদে। ফলের মধ্যে- পেয়ারা, আম, কলা, লেবু, বাতাবি লেবু, জলপাই, বরই, আতাফল, কামরাঙ্গা, স্ট্রবেরি, লটকন, জাম, পেঁপে, লিচু, শরিফা, সফেদা, কদবেল, ডালিম, কমলা, মালটা, আমড়াসহ দেশীয় জাতের প্রায় সব ফলেরই ছাদে চাষাবাদ হচ্ছে। বাহারি দেশি-বিদেশি ফুলের চাষ আরও অনেক বছর আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছে। অনেকে ছাদে ফুল, ফল ও সবজির মিশ্র চাষ করেও সফল হয়েছেন। ছোট একটা চৌবাচ্চায় করতে পারেন মাছচাষ। ছাদে খরগোশ, কবুতর কিংবা কোয়েল পালনও করা যায়।
উদ্যোক্তাদের পাশে আছেন যারা
যারা বাড়ির ছাদে বাগান করেছেন বা করতে চান তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে ‘সবুজ ঢাকা’ নামের একটি পরিবেশবাদী সংগঠন। সবুজ ঢাকার পক্ষ থেকে ছাদ কৃষির মালিকদের পুরস্কার ছাড়াও ছাদ বাগানকারী মালিক সবুজ ঢাকার সঙ্গে নিবন্ধিত হলে তাদের বিনামূল্যে গাছের চারা দিচ্ছে। আগ্রহীরা ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/ংযড়নঁলউযধশধ১৫ অথবা মৎববহ.ফযধশধ১৫ @মসধরষ.পড়স যোগাযোগ করতে পারেন।
ছাদে বাগানে আগ্রহীদের সহযোগিতা দিয়ে থাকে ‘গ্রিন বাংলা’। ছাদে বাগান করতে পরামর্শ সহায়তা নিতে যোগাযোগ করতে পারেন । গ্রিনসেভারস নামে আরেকটি সংগঠন ছাদ বাগানের আন্দোলনকে সামাজিকীকরণে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে। রাজধানীর রাইফেলস, রাজউকসহ বেশকিছু বিদ্যালয়ে অক্সিজেন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে গ্রিনসেভারস। শিক্ষার্থীরা প্রতিদিন টিফিনের টাকা থেকে কিছু বাঁচিয়ে অক্সিজেন ব্যাংকে ফেলে। নির্দিষ্ট সময় পরে সেখানে জমা হওয়া অর্থ দিয়ে সেই স্কুলে বাগান করা হয়। ঋণ দিয়ে ছাদ বাগান কার্যক্রমকে উৎসাহ দেয়ার চেষ্টা করছে দেশের রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশের অন্যান্য ব্যাংকেও পরিবেশ রক্ষার এই উদ্যোগে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
লেখক : কৃষি বিশ্লেষক ও উন্নয়ন গবেষক