কৃষি প্রতিক্ষন ডেস্ক : বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার পাহাড়ী জনপদে তামাকের পরিবর্তে শশার আবাদ করছেন প্রান্তিক কৃষক। রোজাকে সামনে রেখে এ দুই উপজেলায় শশা চাষ বেড়েছে প্রায় দ্বিগুন। গত বছর শশা চাষ করে মুনাফা হওয়ায় এবার আরো বেশী জমিতে শশার আবাদ করেছেন কৃষক। রোজায় চাহিদা থাকায় বাজারে শশার দাম ভালো। স্থানীয় কয়েকজন কৃষক শশা চাষ করে লাভবান হচ্ছেন বলে জানান।
কৃষি বিভাগের হিসেবে লামা ও আলীকদম উপজেলায় এ বছর ১ হাজার ২৮০ হেক্টর জমিতে শশা চাষ হয়েছে। গত বছরের তুলনায় এটা প্রায় দ্বিগুন।আলীকদম উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, ফলন খুব ভালো এবং কৃষকেরা লাভবান হচ্ছে। কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । তামাক আবাদে নিরুৎসাহিত করতে ও অন্যান্য মৌসুমি সবজি চাষে অগ্রহী করে তুলতে কৃষকদের উন্নত বীজ ও সার বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।