সবুজ আলী আপন।।
আগামী বছরের মধ্যে লালমনিরহাট জেলাকে মাছে উদ্বৃত্ত্ব জেলা হিসেবে উন্নীত করার সরকারী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল।
সচিব ২৮ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তালুক বানিনগর পানি উন্নয়ন বাঁধ সংলগ্ন বরোপিটে বানিনগর কমন বেনিফিসিয়ারি গ্রুপ ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশে এখন মাছ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু এ জেলায় এখনও মাছের ঘাটতি রয়েছে তাই আগামী বছরের মধ্যে এ জেলাকে মাছ উদ্বৃত্ত জেলায় উন্নতী করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ জন্য জনসাধারণকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে মৎস্য ও প্রণিসম্পদ বিভাগ সহ প্রশাসন সজাগ রয়েছে। মাছ চাষের পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগী,কোয়েল পালনের পরামর্শ দেন সচিব।
মৎস্য সচিব বলেনন, সামাজিক ব্যাধি মাদক, জুয়া, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশ সেবার নিমিত্তে ছেলে মেয়েদের পড়া লেখার প্রতি যত্নবান এবং কার্য়করি ব্যবস্থা নেয়ার জন্যও অভিভাবদের পরামর্শ দেন। পরে সচিব বরোপিটে নারিকেল গাছ রোপন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ রমজান আলী, প্রকল্প পরিচালক মোঃ আলীমুজ্জামান চৌধুরী, রংপুর বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ মেজবাহুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়েদুল মোফাচ্ছেলীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার মোঃ ফারুকুল ইসলাম।
কৃপ্র/এম ইসলাম