কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
জয়পুরহাটে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সদর উপজেলার চকমোহন গ্রামে বৃহষ্পতিবার রোপা আমন ধানের চারা সারিতে রোপণে রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার বিষয়ক প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মো: মহব্বত হোসেন। স্থানিয় মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাহমিদা নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানী সরকার।
উপ সহকারি কৃষি কর্মকর্তা অমল চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তম কুমার, হোসাইন দেওয়ান, তাসলিমা খাতুন প্রমূখ। ২০১৭-১৮ অর্থ বছরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চকমোহন গ্রামের কৃষক আতাউর রহমানের জমিতে সদর উপজেলা কৃষি বিভাগ এ প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে।
স্বল্প সময়ে, কম খরচে ও শ্রমিক সংকট নিরসনে রোপা আমন ধানের চারা সারিতে রোপণে রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার দিন দিন জয়পুরহাট জেলায় বেশ জনপ্রিয়তা লাভ করছে বলে জানান কৃষিবিদ সেরাজুল ইসলাম। কৃষি কর্মকর্তারা ছাড়াও ওই এলাকার দেড় শতাধিক কৃষক কৃষাণী মাঠ দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সুত্র, বাসস/ কৃপ্র/এম ইসলাম