মোঃ শাহাদাৎ হোসেন তপু:বাংলাদেশের কৃষিখাতে ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে। তবে ৫জি নেটওয়ার্ক কৃষিপ্রযুক্তির বর্তমান সুবিধাগুলোকে আরো গতিশীল করে তুলবে।
এবার কৃষিখাতে প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এ ৫জি নেটওয়ার্ক। এরই মধ্যে বিভিন্ন দেশের কৃষিখাতে চালু হয়েছে সর্বোচ্চ গতির এ ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশের কৃষিখাতে ৫জির ব্যবহার কেমন হবে এ প্রশ্নটি এখন সামনে এসেছে। বিশ্লেষকদের মতে ৫জির সুবিধা হলো ৪জির তুলনায় এটি শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। কাজেই বর্তমানে বৈশ্বিক কৃষি খাতে যেসব যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার হচ্ছে, ৫জিতে সেগুলোর গতি বেড়ে যাবে। বাঁচবে সময়। কমবে ব্যয়। কম খরচ অধিক উৎপাদন নিশ্চিত করবে।
জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এফএও বলছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বব্যাপী অতিরিক্ত ৭০ শতাংশ খাদ্য প্রয়োজন হবে। ক্রমবর্ধমান খাদ্যচাহিদা পূরণে এরই মধ্যে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে। চাষাবাদ ও সেচ ব্যবস্থায় আধুনিকায়ন হয়েছে। আগামীতে এসব সেবায় ৫জি নেটওয়ার্ক যুক্ত হলে সামগ্রিক কৃষিকে আরো গতিশীল করে তুলবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
এম ইসলাম