কৃষি প্রতিক্ষণ ডেস্ক: নড়াইল জেলায় চলতি মৌসুমে ৪০ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জমি থেকে ১ লাখ ১৬ হাজার ১২২ মেট্রিক টন আমন উপাদনের আশাবাদ জেলা কৃষি বিভাগের।
জেলায় এ পর্যন্ত ৯৮ শতাংশ জমিতে আমন রোপণ শেষ হয়েছে। মাত্র ২ শতাংশ জমিতে আমন রোপণ বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপণের কাজ শেষ হবে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।কোন রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও জেলায় আমনের বাম্পার ফলনের আশা করেছেন জেলা কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান,জেলার সদর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৯ হাজার ৯৭০ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৬৯৮ মেট্রিক টন, লোহাগড়া উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ১৮০ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ হাজার ৭২০ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ মেট্রিক টন। এবার কৃষি বিভাগের দেয়া লক্ষ্যমাত্রার অধিক আমন উৎপাদন হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
জেলার উপ-সহকারী কৃষি অফিসার নিপু মজুমদার জানান, ইতোমধ্যে জেলায় ৯৮ শতাংশ জমিতে আমন রোপণ শেষ হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় পাট কাটা শেষ হবে।পাট কাটা শেষে ওই জমিতে আমন ধানের চারা লাগানো হবে। মাত্র ২ শতাংশ জমিতে আমন রোপণ বাকি আছে। এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপণের কাজ শেষ হবে বলে তিনি জানান।
সুত্র: বাসস/কৃষি প্রতিক্ষণ/এম ইসলাম