কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুমিল্লা জেলায় এবার পাট চাষিদের মুখে হাসি ফুটেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার জেলায় পাটের দাম সর্বোচ্চ। কুমিল্লার জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার তিনশ টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে করোনার কারণে জেলায় পাটের উৎপাদিত পাটের দাম পেয়ে পাট চাষিরা খুশি।
কুমিল্লার দোল্লাই নবাবপুর হাটে পাট বিক্রি করতে আসা পাট চাষি তমিজ উদ্দিন বাসসকে জানান, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর এক হাজার থেকে এক হাজার দুইশত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো।
কুমিল্লা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বাসসকে জানান, জেলার ১৫টি উপজেলার সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমের এবার করোনার প্রভাব এবং বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একট ব্যাহত হয়েছে। পাটের দাম বৃদ্ধির ব্যাপারে এ কর্মকর্তা বলেন, বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষক পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন।
সুত্রঃ বাসস/ কৃষি প্রতিক্ষণ/এম ইসলাম