কৃষি প্রতিক্ষন ডেস্ক : বৈধভাবে গাঁজা বিক্রি তদারকি করবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ লক্ষ্যে কোম্পানিটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি কাইন্ড ফিন্যান্সিয়ালের সঙ্গে একটি চুক্তি সই করেছে। মূলত বৈধভাবে গাঁজা বিক্রির ক্ষেত্রে প্রযু্ক্তিগত সহায়তা দেবে মাইক্রোসফট। খবর বিবিসির
খবরে বলা হয়, গত তিন বছর ধরে কাইন্ড ফিন্যান্সিয়াল বৈধভাবে গাঁজা বিক্রি করতে ব্যবসায়ী ও সরকারের কাছে সফটওয়্যার বিক্রি করে আসছে। এবার এর সঙ্গে যুক্ত হলো মাইক্রোসফট। কাইন্ডের গাঁজা বিক্রির সফটওয়্যারটির নাম ‘এগ্রিসফট সিড টু সেল’।সফটওয়্যারটি গাঁজা সংক্রান্ত ব্যবসা, পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাঁকফোকর বন্ধ করতে সক্ষম হচ্ছে বলে আশা করা হচ্ছে।