কৃষি প্রতিক্ষন ডেস্ক : বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন মিলগুলোকে সচল রাখতে ২৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার। কাঁচা পাট কেনা ছাড়া বিজেএমসি অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করতে পারবে না- এ শর্তে এই ঋণ অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিজেএমসির আওতায় পরিচালিত মিলগুলোর কাঁচা পাট কেনার জন্য ২৬০ কোটি টাকা ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের অনুন্নয়ন খাতে নগদ ঋণ খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ছাড়কৃত অর্থ খরচের বিস্তারিত হিসাব সিএ ফার্মকে দিয়ে তৈরি অডিট রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে বলেও অর্থ ছাড়করণ চিঠিতে বলা হয়েছে। ছাড় করা অর্থ বিজেএমসির সরকারি ঋণ হিসেবে ধরা হবে, যা আগামী পাঁচ বছর ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসির একটি চুক্তি হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কৃপ্র/কে আহমেদ/ এম ইসলাম