কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বন্যায় পানির নিচে নিমজ্জিত হয়ে ৭শ’ ১৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকের প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে হলদিয়া, ঘুড়িদহ, সাঘাটা, ভরতখালী, জুমারবাড়ী ও মুক্তিনগর ৬ ইউনিয়নের ৪১টি মৌজা প্লাবিত হয়ে ৭ শ’ ১৫ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। ফলে ২ শ’ ৯৩ হেক্টর রোপা আমন, ৭৭ হেক্টর আমনের বীজতলা, ১৫ হেক্টর আউশ, ১শ’ ৯, হেক্টর পাট ও ৩৮ হেক্টর সবজিসহ বর্ষাকালীন ফসল পচে নষ্ট হয়। এতে ৭ হাজার ৭ শ’ ৪০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম জানান, বন্যার ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা নিরূপণ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো সহায়তা পাওয়া গেলে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলতি বন্যার পানিতে তলিয়ে পচে নষ্ট হয়ে গেছে ৯০ হেক্টর জমির পাকা আধা পাকা আউশ ধান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
কৃষি অফিস জানায়, এবারে উপজেলার ৮০৭ জন কৃষক ২১০ হেক্টর জমিতে আগাম জাতের ব্রিধান-৪৮ লাগিয়েছিল। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় ফলনও হয়েছিল ভালো। ক্ষেতের পাকা-আধা পাকা সোনালী ধান দেখে হাসি ফুটেছিল কৃষকের মুখে। এ ধান কেটেই রোপা আমন লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু চলতি বন্যায় পৌরসভার বৃহদাংশসহ উপজেলার ১২ ইউনিয়ন প্লাবিত হলে ফসল ঘরে ওঠার আগেই তা তলিয়ে যায়। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষেতেই পচে নষ্ট হয়ে যায় ৯০ হেক্টর জমির পাকা-আধা পাকা ব্রিধান-৪৮। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষেত থেকে সম্পূর্ণ পানি এখনও নেমে না যাওয়ায় বাকি ১২০ হেক্টর জমির ধানগুলোও নষ্টের পথে। পৌরসভার হাশেম বাজার, ভিতরবন্দ ইউনিয়নের হাতিবান্ধা ও কুমারপাড়া গ্রামে গিয়ে দেখা যায় প্রায় ৪০-৫০ বিঘা জমির ব্রিধান-৪৮ কাদা-মাটিতে নেতিয়ে পড়ে আছে। পচন ধরেছে শীষে।
হাশেম বাজারের কৃষক আহম্মদ আলী, হাতিবান্ধার খলিলুর রহমান, আজিজার রহমান ও পশির উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এবারে উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে তারা ব্রিধান-৪৮ লাগিয়েছেন। ফলনও খুব ভালো হয়েছে। ফসল ঘরে ওঠার পূর্ব মুহূর্তেই বন্যায় তা তলিয়ে দীর্ঘ জলাবদ্ধতায় পচে নষ্ট হয়ে গেছে।