কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত । আতঙ্কে রয়েছে কয়েকটি গ্রামের হাজারো পরিবারের মানুষ। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের কয়েকটি স্থানে হঠাত্ করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকাসহ আশপাশের আরো ৫ গ্রামের কয়েক হাজার পরিবারের মানুষ।গত এক মাসের অব্যাহত নদী ভাঙনে ওই এলাকার প্রায় বিশ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। খবর ইত্তেফাক অন লাইনের।
নদী ভাঙনের বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান বলেন, গত এক মাস ধরে এমপি ডাঙ্গী এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই স্থানের ভাঙন এলাকার কিছু অংশে বালুর বস্তা ফেলায় সাময়িকভাবে নদী ভাঙন বন্ধ থাকলেও শনিবারের কয়েক ঘণ্টার ভাঙনে প্রায় ৩ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চরম হুমকির মুখে রয়েছে এমপি ডাঙ্গী জাকেরের শুরা হয়ে ফরিদপুর যাতায়াতের পাকা সড়ক ও পার্শ্ববর্তী গ্রামের হাজারো পরিবারের মানুষ। তিনি আরো বলেন, উপজেলার এমপি ডাঙ্গী, বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, মাথাভাঙ্গা, জয়দেব সরকারের ডাঙ্গীর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ চরম হুমকির মুখে রয়েছে চরভদ্রাসন উপজেলা পরিষদ।
উপজেলায় নতুন করে নদী ভাঙন দেখা দেওয়ায় গত রবিবার নদী ভাঙন প্রতিরোধের বিষয়ে জানতে চাইলে পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ ভাঙন প্রতিরোধে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানান। এ সময় তিনি বলেন, গত মাসে ওই এলাকায় নদী ভাঙন দেখা দিলে দুই সপ্তাহ আগে ১৫শ ব্যাগ বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু গত শনিবার সন্ধ্যায় ওই এলাকায় নতুন করে নদী ভাঙনের খবর পাওয়া যায়। নদী ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
কৃপ্র/ এম ইসলাম