কৃষি প্রতিক্ষণ ডেস্ক : জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে, ক্রেতাদের অভিযোগ, ভারতীয় গরু কম আসার অযুহাতে, বেশি দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা বলছেন, দেশী গরুর চাহিদা বেড়েছে তাই দামটাও বেশি। এদিকে, ভারতীয় গরুতে সয়লাব, সাতক্ষীরার সীমান্ত হাটগুলো। এতে, দেশী গরুর প্রাপ্য মূল্য নিয়ে শঙ্কায় খামারীরা।খবর channel24bd.tv।
চাঁপাইনবাবগঞ্জের গরুর হাট। ক্রেতা সমাগমের পাশাপাশি বেড়েছে বেচা-বিক্রিও। যদিও ক্রেতাদের অভিযোগ, ভারতীয় গরু না আসার অযুহাতে, বেশী দাম চাচ্ছেন ব্যবসায়ীরা।
একই সাথে হাটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন, ইজারাদার ও ক্রেতারা। আইনশৃঙ্খলাবাহিনী বলছে, হাটের সার্বিক নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা রয়েছে। এবছর জেলায় ছোট-বড় মিলিয়ে ১৮টি কোবানির পশুর হাট বসছে।
তবে বিপরীত চিত্র সাতক্ষীরার ভাতশালা ও শাখরার সীমান্ত হাটগুলোতে। ভারতীয় গরু-মহিষের আধিক্যে, দেশী গরুর সংখ্যা একেবারেই কম। এ অবস্থায় দেশী গরুর দাম নিয়ে শঙ্কায় আছেন খামারীরা। সরকারী তথ্য মতে ২০১৪-১৫ অর্থবছরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় গরু এসেছে ৭ লাখ ৫০ হাজারের বেশি।
কৃপ্র/ কে আহমেদ / এম ইসলাম