কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, মানুষ যদি প্রকৃতির বিরুদ্ধ আচরণ করে তখন পরিবেশের নিজস্ব ধর্ম বা চেহারা হারিয়ে যায়, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সরকার পরিবেশ সুরক্ষায় গুরুত্ব নিয়ে কাজ করছে। আজ শুক্রবার রাজধানীর নটর ডেম কলেজ মিলনায়তনে সপ্তম ন্যাশনাল ন্যাচার সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, নদী এতোটা দূষণের কবলে পড়েছে যে, বর্ষাকালেও ঢাকার চারদিকের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীতে কেউ নামতে পারে না। এসব নদী স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি সরাসরি মনিটরিং করছেন।
তিনি বলেন, আমাদের প্রাকৃতিক বনকে প্রায় ধ্বংস করে দেয়া হয়েছিল। কিন্তু সরকার উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার, হাতিয়া, পার্বত্য অঞ্চল ও উত্তর বঙ্গে বনায়ন করার মাধ্যমে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। এ ক্ষেত্রে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. হেমন্ত পিয়াস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিদর্শক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ডেপুটি প্রধান বন রক্ষক ড. তপন দে, বন রক্ষক অসিত রঞ্জন পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ।
কৃপ্র/ এম ইসলাম