বগুড়ার করতোয়া অনুষ্ঠিত হলো নৌকাবাইচ
কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গত প্রায় ৩৫ বছর পর শুক্রবার বিকেলে বগুড়ার করতোয়া নদীতে আবারো অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। “নদী বাঁচাও করতোয়া বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচের আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়ার বেজোড়া যুব উন্নয়ন সংঘ। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহযোগিতায় শুক্রবার বিকেলে শহরের বেজোড়ার ষষ্ঠীতলায় নৌকাবাইচের উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বেজোড়ার ষষ্ঠীতলায় থেকে শুরু হয়ে ভাটকান্দির শেষ সীমানা ডেফলতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারজুড়ে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
এদিকে দীর্ঘদিন পর করতোয়ায় এই নৌকাবাইচ দেখতে নদীর দুপাশে দুপুরের পর থেকে সমবেত হন হাজারো মানুষ। বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই নদীর দু’পাড় ভরে যায় দর্শকদের উপচেপড়া ভীড়ে। এদিকে বিকেল সাড়ে চারটায় শুরু হয় নৌকাবাইচ। সেইসাথে বিভিন্ন খাবারের দোকান ছাড়াও খেলনার দোকানের পসরা সাজিয়ে ছিলেন অনেকেই। বেচাকেনাও চলেছে দিনভর। নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলার আবহ ছিল নদীর দু’পাড় জুড়ে।
নৌকাবাইচ দেখতে আসা ষাটোর্ধ্ব আলহাজ্ব আকরাম মণ্ডল জানালেন, আগে কত প্রশস্ত ছিল এই করতোয়া। যাত্রী ও মালামাল নিয়ে গাইবান্ধা সিরাজগঞ্জ থেকে বড় বড় নৌকা ভিড়তো। কিন্তু দেখতে দেখতে সেই নদী এখন মরা খাল দুপাশে চলছে দখলের উত্সব। আবর্জনার স্তুপে পরিণত করা হয়েছে নদীটিকে। এর পানিতে এখন আর গোসল করা যায় না। সেই করতোয়াকে রক্ষার আন্দোলন শুরু হয়েছে, এটি যেন থেমে না যায়, এভাবে প্রতিবছর আরও বেশি এলাকাজুড়ে যেন নৌকা বাইচ অনুষ্ঠিত হয় -সেটিই সকলের প্রত্যাশা ।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম