কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি রবি মৌসুমে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুরের কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। গত বছরের মতো এবারও ব্লাস্ট ছত্রাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে চাষীদের এমন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গমের পরিবর্তে ভুট্টা, সরিষা, ডাল সবজি আবাদে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা।
সূত্রমতে, গেল মৌসুমে ব্লাস্টের সংক্রমণে ছয় জেলার ৪ হাজার ৬৫৭ হেক্টর জমির গম বিনষ্ট হয়। ফলে কৃষকের প্রায় ৩৩ কোটি ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। এবারও গম চাষ করলে ব্লাস্ট মহামারি আকার ধারণের আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদফতর গম চাষে নিরুৎসাহিত করছে চাষীদের। সঙ্গত কারণে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ না করার পাশাপাশি গম বীজ বিতরণ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট বিভাগ।
জানা যায়, চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছয়টি জেলায় বিঘার পর বিঘা জমি নেকব্লাস্ট ও হেড ব্লাইটে আক্রান্ত হয়। গম চাষে নিরুৎসাহিত করার উপর সর্বাধিক জোর দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। আগামী মৌসুমে গম উৎপাদন নির্বিঘœ করতে এমনটা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়েজ উদ্দীন জানান, গত মৌসুমে ব্লাস্ট আক্রান্ত ফসলের জমিতে গম চাষ করলে এবারও আক্রান্ত হওয়ার আশংকা বেশি। যে কারণে সতর্কতার অংশ হিসেবে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। চাষীরা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন সে জন্য বিকল্প ফসল হিসেবে ভুট্টা, সরিষা, ডাল, সবজি চাষ করতে পরামর্শ দেয়া হচ্ছে।
সুত্রঃ জনকণ্ঠ / কৃপ্র/ এম এইসাম