এস এম মুকুল: কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সর্বশেষ, পরিসংখ্যান অনুযায়ী জিডিপিতে কৃষির সামগ্রিক অবদান ১৮.৬৪ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির ৬৪% কৃষিতে নিয়োজিত। দীর্ঘমেয়াদে খাদ্যনিরাপত্তা অর্জনে বাংলাদেশের অগ্রগতিকে বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এফএওর জলবায়ু পরিবর্তন ও কৃষির অভিযোজনবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনগুলোয় বিশ্বের যে দেশগুলোতে খাদ্য উৎপাদন বাড়তে পারে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষিত তরুণদের অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজের সামান্য পুঁজি নিয়ে দেশের তরুণসমাজ কৃষিভিত্তিক নানান প্রকল্পে বিনিয়োগ করে ব্যাপক সফলতা অর্জন করেছে।
তরুণ আগ্রহের কৃষি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সবজি উৎপাদন, ফল বাগান, মৎস্য চাষ, দুগ্ধ খামার, বস্ন্যাক বেঙ্গল পালন, গবাদি পশু মোটাতাজাকরণ, মুরগির খামার, কোয়েল পাখি পালন, কবুতর পালন, ফুল চাষ, ছাদ বাগান প্রভৃতি।
আমাদের তরুণ সমাজের মেধা, দক্ষতা আর নিরলস শ্রমের সাক্ষর হিসেবে কৃষিজ উৎপাদনে রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত উৎপাদন, বাজারজাতকরণ, বিষমুক্ত চাষ পদ্ধতি এবং রপ্তানি ক্ষেত্রে তরুণদের এই সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কৃপ্র/ এম ইসলাম