কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীর মোহনায় লঞ্চে অভিযান চালিয়ে ১৭’শ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে মালিক না পাওয়া যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। পাগলা কোস্ট গার্ড স্টেশন কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীর মোহানায় দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা এমভি গাজী-৪ লঞ্চটিতে অভিযান চালিয়ে ১০টি ঝুড়িতে এই জাটকা জব্দ করা হয়।
এ সময় জাটাকার মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লঞ্চটিতে যাত্রী থাকায় নিষিদ্ধ এই জাটকা বহনের দায়ে লঞ্চটিকে আটক করা হয়নি। তবে এ লঞ্চটির বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র নিকট লিখিতভাবে অভিযোগ পাঠানো হবে। জব্দকৃত জাটকাগুলো পরে মাদ্রাসা ও এতিমখাার ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম